মেহেজাবিন রাজ দিনাঃ- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ,১/বকুল আক্তার মারিয়া(৩৫)২/ সুমি আক্তার কাকলী(৩০) নামে দুই মহিলা মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। শুক্রবার ২৭মে সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার এস আই আব্দুর রশিদ সঙ্গীয় নারী ফোর্সসহ বিজয়নগর উপজেলার মির্জাপুর মোড়ে যাত্রীবাহী সিএনজি তে সন্দেহভাজন দুই নারীর দেহ তল্লাশি করে বকুল আক্তার ওরফে মারিয়া এর দেহে বিশেষ কায়দায় লুকায়িত ৩০ বোতল ফেনসিডিল এবং অপর আসামী সুমি আক্তার ওরফে কাকলীর দেহে বিশেষ কায়দায় রক্ষিত ৩০বোতল ফেনসিডিলসহ তাদের কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা পৌরসভার ৩ নং ওয়ার্ডের রমজান মিয়ার মেয়ে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ২০১৮ইং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪ (গ)/৪১ ধারায় মামলা হয়েছে। তিনি আরো জানান মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।