মেহেজাবিন রাজ দিনা :-ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেন মহোদয়ের নিদের্শক্রমে চলমান মাদক বিরোধী অভিযানে অদ্য ১১/০৩/২০২৩ খ্রি. অভিযান পরিচালনা করিয়া ১২১ বোতল স্কপ সিরাপ এবং ২০০ পিস ইয়াবাসহ ০২ জনকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় গতকাল সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে, মাদক উদ্ধারে বিজয়নগর থানার আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনস্পেক্টর মাসুদ এর নেতৃত্বে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের অলিপুর গ্রামে বিশেষ অভিযান শুরু করেন। এ সময় জালাল ফকিরের ছেলে বাবুল ফকির (৪০) এর নিজ বিল্ডিং থেকে তাকে সহ একই ইউনিয়নের অনন্তপুর গ্রামের রিষ্ট মোহন সরকারের ছেলে দেবু সরকার (৩৪) কে ১২১ বোতল ফেন্সিডিল ও ২০০ পিছ ইয়াবা সহ দুইজন কে আটক করেছে।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, মাদক সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে মাদক মামলায় আদালতে চালান দেওয়া হবে।