মেহেজাবিন রাজ দিনাঃ-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচটিতেই জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। এদের মধ্যে চারজন হলেন বিদ্রোহী হওয়ায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা। অন্যদিকে উপজেলার বুধন্তী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, চতুর্থ ধাপে বিজয়নগর উপজেলায় তফসিল ঘোষণার পর ১০টি ইউনিয়নে প্রার্থী মনোনয়ন দেয় আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন না পেয়ে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ১৭ জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়া নির্বাচনে বহিষ্কৃত নেতাদের মধ্যে চারজন এবং সুন্নী জামাতের একজন,চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন,তারা হলেন,১/জিয়াউল হক বকুল,ইছাপুরা ইউনিয়ন।২/তাজুল ইসলাম,পত্তন ইউনিয়ন।৩/জামাল উদ্দিন, বিষ্ণুপুর ইউনিয়ন,৪/আনোয়ার চৌধরী,চম্পক নগর ইউনিয়ন।৫/সুন্নী জামাতের নেতা,কাজী সাইদুল হক,বুধন্তী ইউনিয়ন পরিষদ।