স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে হাত পা বাঁধা অবস্থায় আবু লাল ভূঁইয়া (৬০) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চোরেরা তাকে হত্যা করে মোবাইল টাওয়ারের কন্ট্রোল রুম থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায়। উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামে থেকে মরদেহটি উদ্ধার করা হয়
নিহত আব্দুল জব্বার রাতে রবি টাওয়ারে পাহারাদারে দায়িত্বতে ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের মত আবু লাল রবি মোবাইল কম্পানীর টাওয়ারের পাহারাদার ছিলেন চোর গং রবি টাওয়ারের কন্ট্রোল রুমের জানালা ভেঙে ভেতরে প্রবেশ আবু লালের হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে টাওয়ারের যন্ত্রপাতি ও ব্যাটারিসহ চুরি করে পালিয়ে যার।
সকালে স্হানীয়রা রবি টাওয়ারের পাশে তার হাত পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে বিজয়নগর থানার স্থানীয়রা পুলিশ কে খবর দেন।
বিজয়নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন,এ ব্যাপার বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু আহম্মেদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনা নিশ্চিত করে বলেন,সোমবার দিবাগত মাঝ রাতে উপজেলার বুধন্তী গ্রামে রবি মোবাইল টাওয়ারের কন্ট্রোল রুমে চুরি হয়,পাহাদার আবুলাল কন্ট্রোল রুমের ভিতরে ছিলেন রবি টাওয়ারের কন্ট্রেল রুমে চোরেরা আবু লালকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় টাওয়ারের যন্ত্রপাতি চুরি করে পালিয়ে যায়। বিজয়নগর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়ে।
বিজয়নগর থানার ওসি আরও বলেন আবু লালকে কি ভাবে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে,পুলিশের হত্যার আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।
আবুলাল হত্যা ঘটনার তদন্ত হচ্ছে দ্রুতই হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।