ভোরের পত্র

নওগাঁ স্কুল থেকে বাসায় ফেরার পথে শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা।

  • ২৭ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫৫ অপরাহ্ণ
  • ২৭ বার দেখা হয়েছে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় স্কুল থেকে বাসায় ফেরার পথে আবুল হোসেন (৫২) নামে এক শিক্ষকের দু’ পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে নওগাঁর আত্রাই উপজেলার পাঁচপুর মোড় এলাকায় এঘটনা ঘটে। আবুল হোসেন আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের বাসিন্দা এবং জগদাস উচ্চ বিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক।
স্থানীয় সুত্রে জানা যায়, শিক্ষক আবুল হোসেন স্কুল ছুটির পর মোটর সাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পাঁচুপুর মোড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথ রোধ করে মারপিট করে দু’ পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তিকরালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আনিসুর রহমান বলেন, আজ বিকেলে স্কুল ছুটির পর ঐ শিক্ষক বাসায় যাওয়ার পথে তার উপর দূর্বৃত্তরা হামলা চালায় বলে শুনেছি। তিনি এখন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, ঘটনার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ কেউ করেনি।

 

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকাকে ধর্ষণ প্রতারক গ্রেফতার।
ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকাকে ধর্ষণ প্রতারক গ্রেফতার।
নওগাঁ ১৬ মাস পেরিয়ে গেলেও মডেল মসজিদের নির্মাণকাজ থুমকে আছে দেখার কেউ নেই!
নওগাঁ ১৬ মাস পেরিয়ে গেলেও মডেল মসজিদের নির্মাণকাজ…
নওগাঁ জেলার ১১ উপজেলায় ১১৪ জন বিএনপি – জামাতের নেতাকর্মীরা গ্রেফতার।
নওগাঁ জেলার ১১ উপজেলায় ১১৪ জন বিএনপি –…
ভাইঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
ভাইঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
নওগাঁর ১১টি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজার জন্য প্রস্তুত ৮২৫টি মণ্ডপে শুক্রবারে শুরু হবে ষষ্ঠী।
নওগাঁর ১১টি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজার জন্য…
ব্রাক্ষণবাড়িয়ায় এক পরিবারের ৩জন খুন।
ব্রাক্ষণবাড়িয়ায় এক পরিবারের ৩জন খুন।
মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমানের যোগদানের প্রথম মাসেই পুরস্কার অর্জন।
মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমানের যোগদানের প্রথম…
নওগাঁ সড়ক দুর্ঘটনায় এক ডূটভুটি চালকের মৃত্যু।
নওগাঁ সড়ক দুর্ঘটনায় এক ডূটভুটি চালকের মৃত্যু।