ব্রাহ্মণবাড়িয়া পৌরএলাকায় এক নারীর কান ছিঁড়ে দুল নিয়ে গেছে দুই নারী ছিনতাইকারী।পরে ছিনতাইয়ের শিকার জুমা আক্তার (৩০) নামে ওই নারী ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সোমবার(২৮ফেব্রুয়ারি) সকালে ছয়বাড়িয়া গোকর্ণ রোড এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা যায়, গোকর্ণঘাট এলাকার বাসিন্দা জুমা আক্তার জরুরি প্রয়োজনে জেলা শহরের দিকে আসছিলেন। বাসা থেকে বের হওয়ার আগে কানে পরেছিলেন একজোড়া গোল্ডের দুল।
তিনি জানান, দুলগুলোর ওজন হবে আধা ভরির মতো। সকালে বাড়ি থেকে বের হয়ে রিস্কা না পেয়ে হাটতে হাটতে গোকর্ণরোড এলাকায় এলে তার কানের দুলে টান দেয় এক নারী ছিনতাইকারী। দুলটি তার কানের লতি ছিঁড়ে নিয়ে পালিয়ে যেতে চাইলে তিনি একজনকে জাপটে ধরেন। তখন ওই দুই ছিনতাইকারী তাকে কিল-ঘুষির সাথে অসংখ্য কামড় দিতে থাকে, একপর্যায়ে তাকে আহত অবস্থায় রাস্তায় ফেলে দ্রুত পালিয়ে যায়। এতে তার কান থেকে রক্ত ঝরতে থাকে। পরে হাসপাতালে এসে ইমার্জেন্সি ওয়ার্ডে চিকিৎসা নেন তিনি।
থানায় অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে জুমা আক্তার বলেন, এখনো থানায় যাওয়া হয়নি, পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব।