ভোরের পত্র

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের পদত্যাগের দাবি জানিয়েছে টিআইবি।

  • ৮ মে ২০২২, ৪:২১ অপরাহ্ণ
  • ১৫১ বার দেখা হয়েছে

ভোরের পত্র ডেক্সঃ-
বাংলাদেশ রেলওয়ে ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সাময়িক পদত্যাগের দাবি জানিয়েছে টিআইবি।

আজ শনিবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এ ঘটনা ক্ষমতার অপব্যবহারের নির্লজ্জ ও নিকৃষ্ট উদাহরণ। রেলমন্ত্রীর আত্মীয়রা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে চেয়েছিলেন। এতে স্পষ্ট হয়, রেলের প্রচলিত আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

তিনি বলেন, এছাড়া আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাৎক্ষণিকভাবে টিটিইকে সাময়িক বরখাস্ত করা হয়। অথচ সঠিকভাবে দায়িত্ব পালন করায় তাকে পুরস্কৃত করার কথা ছিল। এ সিদ্ধান্ত দেশবাসীর সামনে তুলে ধরে, ক্ষমতার দাপট ও অনিয়মই হচ্ছে বাস্তবতা।
টিআইবি নির্বাহী পরিচালক বলেন, একইসঙ্গে নিষ্ঠা ও সততার সঙ্গে নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের কাছে নেতিবাচক বার্তা পৌঁছেছে।
বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় নিজের সংশ্লিষ্টতা গণমাধ্যমে অস্বীকার করেছেন রেলমন্ত্রী। তার আত্মীয় পরিচয় দেয়া ব্যক্তিদের চেনেন না বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি টিটিই বরখাস্তের নেপথ্যে যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ সামনে এনেছে রেল কর্তৃপক্ষ। এর সঙ্গে রেলমন্ত্রী একমত হয়েছেন।

টিআইবি মনে করে, রেলমন্ত্রীর আত্মীয়দের জড়িয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।তাছাড়া বিনা টিকিটে যাত্রীরা তার পরিচয় ব্যবহার করেছেন। তাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নৈতিক অবস্থান থেকে সাময়িক রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকাকে ধর্ষণ প্রতারক গ্রেফতার।
ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকাকে ধর্ষণ প্রতারক গ্রেফতার।
নওগাঁ ১৬ মাস পেরিয়ে গেলেও মডেল মসজিদের নির্মাণকাজ থুমকে আছে দেখার কেউ নেই!
নওগাঁ ১৬ মাস পেরিয়ে গেলেও মডেল মসজিদের নির্মাণকাজ…
নওগাঁ জেলার ১১ উপজেলায় ১১৪ জন বিএনপি – জামাতের নেতাকর্মীরা গ্রেফতার।
নওগাঁ জেলার ১১ উপজেলায় ১১৪ জন বিএনপি –…
ভাইঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
ভাইঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
নওগাঁর ১১টি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজার জন্য প্রস্তুত ৮২৫টি মণ্ডপে শুক্রবারে শুরু হবে ষষ্ঠী।
নওগাঁর ১১টি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজার জন্য…
ব্রাক্ষণবাড়িয়ায় এক পরিবারের ৩জন খুন।
ব্রাক্ষণবাড়িয়ায় এক পরিবারের ৩জন খুন।
মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমানের যোগদানের প্রথম মাসেই পুরস্কার অর্জন।
মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমানের যোগদানের প্রথম…
নওগাঁ সড়ক দুর্ঘটনায় এক ডূটভুটি চালকের মৃত্যু।
নওগাঁ সড়ক দুর্ঘটনায় এক ডূটভুটি চালকের মৃত্যু।