ভোরের পত্র

সুনামগঞ্জে আশ্রয় কেন্দ্রে জায়গা না পেয়ে নৌকায় আশ্রয় নিয়েছে মানুষ,খাবারের জন্য হাহাকার।

  • ২২ জুন ২০২২, ৬:০০ অপরাহ্ণ
  • ১২৫ বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদ দাতাঃ-সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীর পানি বেড়ে বন্যা প্লাবিত হয়ে বাড়িঘর পানির নিচে। তাই বানভাসি মানুষেরা আশ্রয় কেন্দ্রে জায়গা না পেয়ে এখন নৌকার মধ্যে আশ্রয় নিয়েছে। সেখানেই খাবার সংকটে অনাহারে অর্ধাহারে তাদের কাটছে দিন-রাত।

সকল টিউবওয়েল পানির নিচে থাকায় বিশুদ্ধ পানির জন্য হাহাকার শুরু হয়ে গেছে। পয়নিস্কাশনের ব্যবস্থাও নাই। অপরদিকে যতদিন যাচ্ছে, আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিচ্ছে রোগ বালাই। দুর্যোগে ত্রাণ সহয়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আর দুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করছে।

দুর্গম হাওড় পাড়ে কোথাও এক হাত জায়গা নেই দাঁড়ানোর। বাড়িঘর, হাট-বাজার, পাশের স্কুল, মসজিদ, মাদ্রাসায়ও পানিতে নিমজ্জিত হয়ে যাওয়া কোনো উপায় না পেয়ে নৌকা, লঞ্চ, বিদ্যালয়ের ছাদে আশ্রয় নিয়েছেন মানুষ ও গরু-ছাগল। মানুষের খাবারের পাশা-পাশি গো-খাদ্যেরও চরম অভাব দেখা দিয়েছে।

এদিকে বন্যার পানি নামতে শুরু করলেও বাড়ি ফেরার উপায় সহজ হবে না। উঁচু স্থানে পানি কমলেও দুর্গম হাওড় এলাকায় এখনো পানি কমার কোনো চিত্র চোখে পড়ে না। আর হাওড় এলাকায় বন্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাথা গোজার একমাত্র ঘরগুলো পানির নিচে হাওড়ের ঢেউয়ে তা ভেঙে তছনছ করে দিয়েছে।

নৌকায় আশ্রয় নেওয়া পরিবারের লোকজন জানান, বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় গত কয়েক দিন ধরে আমরা ঘাটে নোঙর করা একটি ব্লাঙ্কহেডে আশ্রয় নিয়েছি। ত্রাণ সহয়তাকারীরা শুধু আশ্রয় কেন্দ্রে যারা, আছে তাদের কাছে ছুটে যায় কিন্তু আমরা নৌকায় আশ্রয় নিয়েছি শিশু, বউ শাশুড়ি ও পরিবারের বৃদ্ধ লোকজন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

কুমিল্লায় বন্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মানবিক ডাক্তারের মৃত্যু
কুমিল্লায় বন্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মানবিক ডাক্তারের মৃত্যু
ব্রাক্ষণবাড়িয়া সাবেক মন্ত্রী মুক্তাদির চৌধরীসহ ৫৫জনের নামে হত্যা মামলা
ব্রাক্ষণবাড়িয়া সাবেক মন্ত্রী মুক্তাদির চৌধরীসহ ৫৫জনের নামে হত্যা…
ব্রাহ্মণবাড়িয়ার মাদারাসার ছাত্র হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী মুক্তাদির চৌধরীসহ ২৬জনের নামে মামলা।
ব্রাহ্মণবাড়িয়ার মাদারাসার ছাত্র হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী মুক্তাদির চৌধরীসহ…
কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী
কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন…
বন্যার পানিতে ডুবে কুমিল্লায় দুদিনে ৪ জনের মৃত্যু
বন্যার পানিতে ডুবে কুমিল্লায় দুদিনে ৪ জনের মৃত্যু
নওগাঁয় আম উৎপাদনের বিশেষ খ্যাতি অর্জন করেছে,কৃষকের পাশাপাশি ভাগ্য বদলেছে নানা পেশার মানুষ
নওগাঁয় আম উৎপাদনের বিশেষ খ্যাতি অর্জন করেছে,কৃষকের পাশাপাশি…
তাহিরপুরে সাংবাদিক কে প্রান নাশের হুমকি প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
তাহিরপুরে সাংবাদিক কে প্রান নাশের হুমকি প্রতিবাদে মানববন্ধন…
তাহিরপুরে যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার, হাবিব সরোয়ার আজাদ কে প্রাণনাশের হুমকি।
তাহিরপুরে যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার, হাবিব সরোয়ার আজাদ…