ভোরের পত্র

সুনামগঞ্জে আশ্রয় কেন্দ্রে জায়গা না পেয়ে নৌকায় আশ্রয় নিয়েছে মানুষ,খাবারের জন্য হাহাকার।

  • ২২ জুন ২০২২, ৬:০০ অপরাহ্ণ
  • ১০৯ বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদ দাতাঃ-সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীর পানি বেড়ে বন্যা প্লাবিত হয়ে বাড়িঘর পানির নিচে। তাই বানভাসি মানুষেরা আশ্রয় কেন্দ্রে জায়গা না পেয়ে এখন নৌকার মধ্যে আশ্রয় নিয়েছে। সেখানেই খাবার সংকটে অনাহারে অর্ধাহারে তাদের কাটছে দিন-রাত।

সকল টিউবওয়েল পানির নিচে থাকায় বিশুদ্ধ পানির জন্য হাহাকার শুরু হয়ে গেছে। পয়নিস্কাশনের ব্যবস্থাও নাই। অপরদিকে যতদিন যাচ্ছে, আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিচ্ছে রোগ বালাই। দুর্যোগে ত্রাণ সহয়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আর দুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করছে।

দুর্গম হাওড় পাড়ে কোথাও এক হাত জায়গা নেই দাঁড়ানোর। বাড়িঘর, হাট-বাজার, পাশের স্কুল, মসজিদ, মাদ্রাসায়ও পানিতে নিমজ্জিত হয়ে যাওয়া কোনো উপায় না পেয়ে নৌকা, লঞ্চ, বিদ্যালয়ের ছাদে আশ্রয় নিয়েছেন মানুষ ও গরু-ছাগল। মানুষের খাবারের পাশা-পাশি গো-খাদ্যেরও চরম অভাব দেখা দিয়েছে।

এদিকে বন্যার পানি নামতে শুরু করলেও বাড়ি ফেরার উপায় সহজ হবে না। উঁচু স্থানে পানি কমলেও দুর্গম হাওড় এলাকায় এখনো পানি কমার কোনো চিত্র চোখে পড়ে না। আর হাওড় এলাকায় বন্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাথা গোজার একমাত্র ঘরগুলো পানির নিচে হাওড়ের ঢেউয়ে তা ভেঙে তছনছ করে দিয়েছে।

নৌকায় আশ্রয় নেওয়া পরিবারের লোকজন জানান, বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় গত কয়েক দিন ধরে আমরা ঘাটে নোঙর করা একটি ব্লাঙ্কহেডে আশ্রয় নিয়েছি। ত্রাণ সহয়তাকারীরা শুধু আশ্রয় কেন্দ্রে যারা, আছে তাদের কাছে ছুটে যায় কিন্তু আমরা নৌকায় আশ্রয় নিয়েছি শিশু, বউ শাশুড়ি ও পরিবারের বৃদ্ধ লোকজন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকাকে ধর্ষণ প্রতারক গ্রেফতার।
ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকাকে ধর্ষণ প্রতারক গ্রেফতার।
নওগাঁ ১৬ মাস পেরিয়ে গেলেও মডেল মসজিদের নির্মাণকাজ থুমকে আছে দেখার কেউ নেই!
নওগাঁ ১৬ মাস পেরিয়ে গেলেও মডেল মসজিদের নির্মাণকাজ…
নওগাঁ জেলার ১১ উপজেলায় ১১৪ জন বিএনপি – জামাতের নেতাকর্মীরা গ্রেফতার।
নওগাঁ জেলার ১১ উপজেলায় ১১৪ জন বিএনপি –…
ভাইঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
ভাইঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
নওগাঁর ১১টি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজার জন্য প্রস্তুত ৮২৫টি মণ্ডপে শুক্রবারে শুরু হবে ষষ্ঠী।
নওগাঁর ১১টি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজার জন্য…
ব্রাক্ষণবাড়িয়ায় এক পরিবারের ৩জন খুন।
ব্রাক্ষণবাড়িয়ায় এক পরিবারের ৩জন খুন।
মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমানের যোগদানের প্রথম মাসেই পুরস্কার অর্জন।
মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমানের যোগদানের প্রথম…
নওগাঁ সড়ক দুর্ঘটনায় এক ডূটভুটি চালকের মৃত্যু।
নওগাঁ সড়ক দুর্ঘটনায় এক ডূটভুটি চালকের মৃত্যু।