ভোরের পত্র

হবিগঞ্জ মাধবপুর থানার অভিযানে অস্ত্রসহ ৪জন ডাকাত গ্রেপ্তার।

  • ২৩ মার্চ ২০২২, ১২:৩৭ অপরাহ্ণ
  • ১৫৬ বার দেখা হয়েছে

মেহেজাবিন রাজ দিনাঃ-হবিগঞ্জ মাধবপুর থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৪ ডাকাত গ্রেপ্তার দেশীয় অস্ত্রসহ মাইক্রোবাস ও চারটি ইজিবাইক(টমটম )উদ্ধার।
২১/০৩/২০২২ইং তারিখ রাত্র ০৩.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই (নিঃ) মানিক কুমার সাহা ও এসআই (নিঃ) অনিক চন্দ্র দেব সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মাধবপুর থানাধীন ১১নং বাঘাসুরা ইউপিস্থ শাহজীবাজার সাকিনস্থ ঢাকা-সিলেট গামী মহাসড়কের হবিগঞ্জ গ্যাস ফিল্ডে যাওয়ার রাস্তার মোড়ে ৮/৯ জনের ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিয়া অবস্থান করিলে ডাকাত দলের সদস্য ১. আব্দুল মানিক মিয়া (৪০) পিতা-মৃত সরাফত উল্লাহ , গ্রাম- নোয়াপাতারিয়া (১১নং মক্রমপুর ইউপি) থানা- বানিয়াচং, জেলা -হবিগঞ্জ, বর্তমান: গ্রাম- কড়রা (০৯নং নোয়াপাড়া ইউ/পি) থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জ, ২. মনসুর রহমান @ মসুর (৪৫), পিতা-আবু রহিম মিয়া, গ্রাম- জগতপুর, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা -হবিগঞ্জ, ৩. মোঃ কবির মিয়া (৩০), পিতা-ছালেক মিয়া @ আবু মিয়া, গ্রাম- বিরামচর (০৪নং ওয়ার্ড), থানা- শায়েস্তাগঞ্জ, জেলা -হবিগঞ্জ, ৪. মোঃ মহিউদ্দিন (২৭), পিতা-মৃত কালা মিয়া, গ্রাম-পূর্ব ইটাখোলা (০৯নং নোয়াপাড়া ইউপি) থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জদেরকে আটক করেন এবং ০১টি মাইক্রো, ০২টি ধারালো চাকু, ০১টি বাটাল, ০১টি দা, ০৪টি লাইলনের রশি উদ্ধার করেন। অন্যান্য ডাকাতরা কৌশলে পালাইয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীগণ কর্তৃক প্রদত্ত তথ্য মোতাবেক তাহাদের অভ্যাসগত ভাবে চোরাইকৃত ০১টি গেরাইনিং মেশিন ও ০৪টি ইজিবাইক (টমটম), মূল্য অনুমান- ৩,২০,০০০/- টাকা ২১/০৩/২০২২ খ্রিঃ সকাল ০৭.১০ ঘটিকার সময় মাধবপুর থানাধীন ০৭নং জগদীশপুর ইউপিস্থ জগদীশপুর বাজারের জনৈক শাহ আলম এর মটরশপ হইতে উদ্ধার করেন। ডাকাতের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করতঃ অদ্য গ্রেফতারকৃত ডাকাতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

নওগাঁ জেলা শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি মহাতাব ও সম্পাদক আব্দুল গফুর নির্বাচিত।
নওগাঁ জেলা শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি মহাতাব ও…
নওগাঁ (ডিবি) পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন আটক।
নওগাঁ (ডিবি) পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন আটক।
টাঙ্গাইল মধুপুরে এক যুবকের আত্মহত্যা।
টাঙ্গাইল মধুপুরে এক যুবকের আত্মহত্যা।
নওগাঁর শাপাাহারে স্বপন নামে এক জন ভূয়া ডাক্তারের জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
নওগাঁর শাপাাহারে স্বপন নামে এক জন ভূয়া ডাক্তারের…
নওগাঁ বাস ও সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকের উভয় পক্ষের সংঘর্ষ ২০ জন আহত।
নওগাঁ বাস ও সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকের উভয়…
নওগাঁয় ৪দিন ব্যাপী ‘কথক নৃত্যের কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত!
নওগাঁয় ৪দিন ব্যাপী ‘কথক নৃত্যের কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত!
মধুপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত।
মধুপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী…
নওগাঁ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল রোড মার্চে যোগদান। ।
নওগাঁ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল রোড মার্চে যোগদান।…