ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিপুল পরিমানে ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি ২৫ সরাইল ব্যাটেলিয়ান।
রবিবার ১৩ নভেম্বর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সেক্টর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি), সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ অভ্যন্তরে উপজেলার চান্দুরা বাইপাস নামক এলাকায় অভিযান পরিচালনা করে এ সকল পণ্য আটক করা হয়, আটকৃত পণ্যগুলো হলো।
ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোনের চার্জার, প্রকার উন্নতমানের হেডফোন, প্রকার চকলেট, প্রকার প্রসাধনী সামগ্রী, ভারতীয় Shilajit শিলাজিৎ, হিমালয়া রক্স, লেহেঙ্গা, জর্জেট শাড়ি, নেস কফি, গোল্ড কফি, গ্রিন টি , হোয়াইট মিন্ট, মোট ১৮৫০ পিস, আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ৫২,৮২,৭৫০/- টাকা।
আটককৃত ভারতীয় চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাস্টম্স অফিসে জমা করা হয়েছে।