আব্দুল্লাহ আল হৃদয়ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দুরা ইউপির রসুলপুর গ্রামের প্রবাসী গোলাম মোস্তফা বাবুলের স্ত্রী গৃহবধূ রুমা আক্তার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মঙ্গলবার ২৯ অক্টোবর বেলা ১২ টায় বিজয়নগর প্রেস ক্লাবে স্ব-শরীরে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে তার অভিযোগ অশ্রুসিক্ত নয়নে বর্ণনা করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে ও নৈতিকতার কারণে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ৩ পিটিশন মামলা নং-৭৭/২০২৪ (বিজয়নগর), তারিখ-৩০/০৪/২৪খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-০৩) এর ৯(৪) (খ)/৩০। ধারায় মামলা করেন।বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই তদন্তের আদেশ প্রদান করেন।উক্ত মামলার পিবিআই তদন্তের রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত অভিযুক্ত গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ধর্ষণনের চেষ্টা গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আদালতে নির্দেশে বিজয়নগর থানা পুলিশ আসামি গোলাম কিবরিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে আসামি গুলাম কিবরিয়ার অনৈতিক সুবিধার বিনিময়ে তার পক্ষ হয়ে এলাকার কিছু নামধারী সাংবাদিক গোলাম কিবরিয়ার পক্ষ হয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে। যা তার ও পরিবারের মান সম্মান ও ইজ্জতের উপর আঘাত। এমন মিথ্যা সংবাদ প্রচারে সে এবং তার ছেলে মেয়ে ঘর থেকে বের হতে পারছে না সমাজের কাছে মাথা নিচু করে থাকতে হচ্ছে। মান-সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে তার জীবন সংশয়ের মুখে। এমত অবস্থায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে মিথ্যা সংবাদ প্রচারকারী গোলাম কিবরিয়া, আব্দুল হান্নান, হীরা আহমেদ জাকির, মিজানুর রহমান, শামীম ওসমান গনি ,কামরুল হাসান শান্ত, ইয়াসিন মাহমুদের বিরুদ্ধে গত ৪ অক্টোবর সে একটি আদালতে চাঁদাবাজি ও মানহানি মামলা করেন। মামলাটি বর্তমানে পি বি আই কর্তৃক তদন্তাধীন রয়েছে । সে উক্ত মিথ্যা সংবাদের প্রতিবাদ ও সুষ্ঠু বিচার দাবি করে।
উল্লেখ্য, ইতিপূর্বে তিনি বিজয়নগর থানায় সাধারণ ডায়েরী করেন এতে উল্লেখ আছে ইতালি প্রবাসী স্বামীর মোটা অংকের আয় ও সুন্দরী নারীর প্রতি নামধারী সাংবাদিকের কুনজর পড়ে, এবং গত ২৮ এপ্রিল রাত ১১ টার সময় বলপূর্বক তাকে ধর্ষণের চেষ্টার লোমহর্ষক ঘটনা বর্ণনা করেন। ওই সময় সে একটি সাধারণ ডায়েরি করেন নং ৫৫৪।