ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া সাবেক মন্ত্রী মুক্তাদির চৌধরীসহ ৫৫জনের নামে হত্যা মামলা

  • ২৬ আগস্ট ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ণ
  • ৮ বার দেখা হয়েছে

এইচ,এম,জহিরুল ইসলাম:- ব্রাক্ষণবাড়িয়ায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৫৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা হয়েছে। ২০১৬ সালের ১১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় হামলার সময় হাফেজ মো. মাসুদ আহমেদ নিহতের ঘটনায় মামলাটি হয়েছে।

গতকাল শনিবার (২৪ আগস্ট) নিহতের খালাতো ভাই নবীনগর উপজেলার বগডহর গ্রামের বাসিন্দা মাওলানা মেহেদী হাসান মামলাটি করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাসুদ ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদারাসার শিক্ষার্থী ছিলেন। তিনি নবীনগর উপজেলার সেমন্তঘর গ্রামের বাসিন্দা ছিলেন।

মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. মহসিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ তানজিল বারী, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূইয়া, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লেলিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মনির হোসেন, উপ-দপ্তর সম্পাদক সুজন দত্ত, সাবেক গণপূর্ত মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবু মুছা আনছারিকে আসামি করা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে- জেলা শ্রমিক লীগের সভাপতি মালেক চৌধুরী, শহর যুবলীগের সভাপতি আল-আমীন সওদাগর, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য খোকন আচার্য, শহর ছাত্রলীগের সভাপতি সামি আহমেদ নাবিল, সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপ-সম্পাদক মাসুম বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভিপি হাসান সারোয়ার হাসান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, শহর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবদুল জব্বার মামুন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জুম্মান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।

আরও আসামি করা হয়েছে- সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. আলী আজম, ঠিকাদার হামদু মিয়া, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা ফারানিসহ ৫৫ জন। এছাড়া নাম না জানা আসামি করা হয়েছে ৫৫-৬০ জনকে।

মামলায় বাদী মাওলানা মেহেদী হাসান অভিযোগ করে বলেন, ২০১৬ সালের ১১ জানুয়ারি সন্ধ্যায় উল্লেখিত আসামিরা অস্ত্র নিয়ে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় হামলা করে। এসময় হামলাকারীদের ছুঁড়া গুলি মাসুদের পেটে বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মাসুদের পরিবারের সদস্যরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় থাকায় এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে ভিক্ষুক মহিলাকে কুপিয়ে হত্যা
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে ভিক্ষুক মহিলাকে কুপিয়ে হত্যা
কুমিল্লা বুড়িচংয়ে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী(সা:)উপলক্ষে আলোচনা সভা
কুমিল্লা বুড়িচংয়ে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী(সা:)উপলক্ষে আলোচনা সভা
কুমিল্লা বুড়িচংয়ে শতাধিক পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনী
কুমিল্লা বুড়িচংয়ে শতাধিক পরিবারের মাঝে টিন ও নগদ…
সিলেট তাহিরপুর সীমান্তে কয়লা আনতে গিয়ে মুক্তিযোদ্ধা সন্তানের মৃত্যু
সিলেট তাহিরপুর সীমান্তে কয়লা আনতে গিয়ে মুক্তিযোদ্ধা সন্তানের…
কুমিল্লা বুড়িচংয়ে রাস্তার পাশে ঝোপঝাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
কুমিল্লা বুড়িচংয়ে রাস্তার পাশে ঝোপঝাড় থেকে যুবকের গলাকাটা…
সুনামগঞ্জ তাহিরপুর সীমান্তে বিবাহিত কন্যার মৃত্যু
সুনামগঞ্জ তাহিরপুর সীমান্তে বিবাহিত কন্যার মৃত্যু
কুমিল্লায় বন্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মানবিক ডাক্তারের মৃত্যু
কুমিল্লায় বন্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মানবিক ডাক্তারের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার মাদারাসার ছাত্র হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী মুক্তাদির চৌধরীসহ ২৬জনের নামে মামলা।
ব্রাহ্মণবাড়িয়ার মাদারাসার ছাত্র হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী মুক্তাদির চৌধরীসহ…