ভোরের পত্র

মাধবপুর উপজেলার চৌমুহনি ইউপির আনন্দগ্রামে নিরহ পরিবারের বাড়ী ভাঙচুর ও নির্যাতনের অভিযোগ।

  • ৩ জুন ২০২৪, ৬:৩৩ অপরাহ্ণ
  • ৩০ বার দেখা হয়েছে

.মাধবপুর প্রতিনিধি:-হবিগঞ্জ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আনন্দগ্রাম প্রবাসী তাজুল ইসলাম এর বাড়িতে নৃশংস হামলা সহ বাসস্থান ভেঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রবাসীর চাচা মুজিবুর রহমান (৫৫) সহ ৭ জনের বিরুদ্ধে।

.     এ নিয়ে তাজুল ইসলামের স্ত্রী আয়েশা আক্তার (৩২) বাদী হয়ে গত ২৪শে মে  (বৃহস্পতিবার)  মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেন।

.     সরজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়,  প্রবাসী তাজুল ইসলাম নেহায়েত গরিব সে নামি প্রবাসে থাকলেও নাই কোন আর্থিক স্বচ্ছলতা। তাজুল ইসলামের বাবা হাবিবুর রহমান প্রথম স্ত্রীর ৫ মেয়ে ও তাজুল ইসলামকে রেখে মৃত্যুবরণ করলে দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রীর ৫ মেয়ে গরিবি হালাতে বিয়ে হলেও স্বামীর সংসার নাই কোন শান্তি। এদিকে প্রবাসী তাজুল ইসলাম রেখে যাওয়া শিশু ৫ সন্তান সহ পরিবারের উপর চলতে থাকে অমানবিক নির্যাতন।

.      তাজুল ইসলাম বাস করেন আনন্দ গ্রামের বাংলাদেশ সরকারের রেলওয়ের জায়গাতে।  পিতা দ্বিতীয় বিয়ের পর স্ত্রীর প্ররোচনায় হাবিবুর রহমান অন্যত্র চলে যান। রেখে যান প্রথম স্ত্রীর ছেলে তাজুল ইসলামকে সরকারি জায়গাতে। নিরীহ তাজুলের পরিবার আয়েশা আক্তার সহ তার পাঁচটি কন্যা সন্তানকে বসত বিটি থেকে উচ্ছেদের বিভিন্ন পদক্ষেপ শুরু করেন তাজুলের চাচা মজিবুর রহমানের পরিবার। দেখা যায় পরিবারের পশ্চিম ভিত্তিতে রেলওয়ের জায়গাতে মাটির ঘর থাকলেও মজিবুরের পরিবার তা ভেঙ্গেচুরে নিয়ে যান। খালি বাড়িতে আয়েশাকে হুমকি দেয় ও মারপিট করেন বাড়ি খালি করার জন্য। এমনকি বলেন, রাতের আধারে আয়েশা আক্তার সহ তার ৫ শিশু সন্তানকে মেরে রেললাইনে ফেলে দিয়ে আত্মহত্যার নমুনা ধরাবে। অন্যদিকে মজিবুর বলেন,  তার ছেলে ডিআইজি এর গাড়ি চালক তাই তার কিছু করতে পারবে না।


.      এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, মজিবুর তার ভাতিজা তাজুল ইসলামের উপর সহনশীল আচরণ করলেও তার ছেলে সন্তানরা কথা মানে না। এমনকি আমাদের কথাও সে মানে না। সে তার মত জোর করে এই জায়গা দখল করবে বলে হুশিয়ারি দিয়েছেন।

.   এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ  মিডিয়া প্রতিনিধিকে বলেন,বিষয়টি আমরা অবগত আছি,আয়েশা আক্তারের অভিযোগ পেয়েছি। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছি। বিষয়টি তদন্তধীন আছে

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

কুমিল্লায় বন্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মানবিক ডাক্তারের মৃত্যু
কুমিল্লায় বন্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মানবিক ডাক্তারের মৃত্যু
ব্রাক্ষণবাড়িয়া সাবেক মন্ত্রী মুক্তাদির চৌধরীসহ ৫৫জনের নামে হত্যা মামলা
ব্রাক্ষণবাড়িয়া সাবেক মন্ত্রী মুক্তাদির চৌধরীসহ ৫৫জনের নামে হত্যা…
ব্রাহ্মণবাড়িয়ার মাদারাসার ছাত্র হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী মুক্তাদির চৌধরীসহ ২৬জনের নামে মামলা।
ব্রাহ্মণবাড়িয়ার মাদারাসার ছাত্র হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী মুক্তাদির চৌধরীসহ…
কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী
কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন…
বন্যার পানিতে ডুবে কুমিল্লায় দুদিনে ৪ জনের মৃত্যু
বন্যার পানিতে ডুবে কুমিল্লায় দুদিনে ৪ জনের মৃত্যু
নওগাঁয় আম উৎপাদনের বিশেষ খ্যাতি অর্জন করেছে,কৃষকের পাশাপাশি ভাগ্য বদলেছে নানা পেশার মানুষ
নওগাঁয় আম উৎপাদনের বিশেষ খ্যাতি অর্জন করেছে,কৃষকের পাশাপাশি…
তাহিরপুরে সাংবাদিক কে প্রান নাশের হুমকি প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
তাহিরপুরে সাংবাদিক কে প্রান নাশের হুমকি প্রতিবাদে মানববন্ধন…
তাহিরপুরে যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার, হাবিব সরোয়ার আজাদ কে প্রাণনাশের হুমকি।
তাহিরপুরে যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার, হাবিব সরোয়ার আজাদ…