ভোরের পত্র

এক নারীকে অপহরণ করে হত্যা মামলায় ৫জনের মৃত্যুদন্ড।

  • ২৪ জানুয়ারি ২০২২, ৭:৪৩ অপরাহ্ণ
  • ১৭২ বার দেখা হয়েছে

মাদারীপুর সংবাদ দাতা:
মাদারীপুরের রাজৈরে রাধারানী বৈদ্য নামে এক নারীকে অপহরণের পর হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লাইলাতুল ফেরদাউস সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এই আদেশ প্রদান করেন। এসময় সাজাপ্রাপ্ত ৪ আসামী আদালতে উপস্থিত ছিলেন। সাজা প্রাপ্ত এক আসামী মামলার পর পরই দেশত্যাগ করেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৪ অক্টোবর মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার গুরুপদ বৈদ্যর স্ত্রী রাধারানী বৈদ্যকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অপহরণ করা হয়। পরদিন রাধারানীর ছেলে বিষ্ণপদ বৈদ্য ৬ জনকে আসামী করে রাজৈর থানায় একটি অপহরণ মামলা করে। মামলার ১১দিন পরে পাখুল্লা বিল থেকে রাধারানী বৈদ্যর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ২০০৩ সালের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মোখলেসুর রহমান হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনের নামে আদালতে চার্জশীট দাখিল করে। মামলার আসামী হলেন অশোক বৈদ্য, নরেন বৈরাগী, কালু বিশ^াস, তরুনী বেদ্য, বিজয় বেপারী, গৌরাঙ্গ বৈদ্য। এদের মধ্যে গৌরাঙ্গ বৈদ্য মামলা চলাকালে মৃত্যুবরণ করেন এবং আসামী বিজয় বেপারী পলাতক রয়েছে।

দীর্ঘ ২০ বছর পরে মামলার স্বাক্ষী প্রমাণ শেষে আদালত ৫জনের মৃত্যুদন্ডের আদেশ প্রদান করে। রাষ্ট্রপক্ষের আইনজীবি সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মামলায় ৫জনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। এছাড়াও মামলার দন্ডপ্রাপ্ত ৫জনকে ৫০হাজার টাকা জরিমানা করেছে আদালত। নিহতের ছেলে গৌরাঙ্গ বৈদ্য রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকর করার দাবী জানিয়েছেন

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয় নগর থানায় মাওলানা জসিমউদ্দিনের বিরুদ্ধে ইভটিজিং এর অভিযোগ।
বিজয় নগর থানায় মাওলানা জসিমউদ্দিনের বিরুদ্ধে ইভটিজিং এর…
ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ডের আদেশ।
ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ডের আদেশ।
বিজয় নগরে তৈল মাপে কম দেওয়ায়  ইসলামীয়া ফিলিং স্টেশন কে জরিমানা।
বিজয় নগরে তৈল মাপে কম দেওয়ায় ইসলামীয়া ফিলিং…
স্রী সহ আদালতে আত্নসমর্পণ ক্রিকেটার নাছির,
স্রী সহ আদালতে আত্নসমর্পণ ক্রিকেটার নাছির,
মাদকদ্রব্য মামলায় আদালতে আত্নসমর্পণের পর পরিমনির জামিন।
মাদকদ্রব্য মামলায় আদালতে আত্নসমর্পণের পর পরিমনির জামিন।