ভোরের পত্র

বিজয় নগরে তৈল মাপে কম দেওয়ায় ইসলামীয়া ফিলিং স্টেশন কে জরিমানা।

  • ১৬ নভেম্বর ২০২১, ৮:৫৫ অপরাহ্ণ
  • ১৭৭ বার দেখা হয়েছে

মেহেজাবিন রাজ দিনা ঃ-ব্রাক্ষণবাড়িয়া বিজয় নগর উপজেলা প্রশাসনের নেতৃত্বে আজ দিনভর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলার সীমানার ভিতরে থাকা ৩ টি তেলের পাম্পে ঠিকঠাক মত তেল বিক্রয় করা হচ্ছে কিনা পরীক্ষা করা হলে “ইসলামিয়া ফিলিং স্টেশন” এ অকটেনের পরিমাণ লিটারে কিছু কম দেয়া হচ্ছে মর্মে প্রমাণ পাওয়া যায়। যেই প্রেক্ষিতে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) অর্থদন্ড আরোপ করা হয়। এছাড়াও অননুমোদিত ভাবে করাত কল পরিচালনা করার অপরাধে আরো ২ টি মামলায় ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা) অর্থদন্ড আরোপ করা হয়।-
বিজয় নগর উপজেলা নির্বাহী অফিসার বলেন,
এই অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তাই যে সকল প্রতিষ্ঠান/ব্যবসার লাইসেন্স নাই দ্রুত করে ফেলার নির্র্দেশনা দেওয়া হয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয় নগর থানায় মাওলানা জসিমউদ্দিনের বিরুদ্ধে ইভটিজিং এর অভিযোগ।
বিজয় নগর থানায় মাওলানা জসিমউদ্দিনের বিরুদ্ধে ইভটিজিং এর…
ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ডের আদেশ।
ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ডের আদেশ।
এক নারীকে অপহরণ করে হত্যা মামলায় ৫জনের মৃত্যুদন্ড।
এক নারীকে অপহরণ করে হত্যা মামলায় ৫জনের মৃত্যুদন্ড।
স্রী সহ আদালতে আত্নসমর্পণ ক্রিকেটার নাছির,
স্রী সহ আদালতে আত্নসমর্পণ ক্রিকেটার নাছির,
মাদকদ্রব্য মামলায় আদালতে আত্নসমর্পণের পর পরিমনির জামিন।
মাদকদ্রব্য মামলায় আদালতে আত্নসমর্পণের পর পরিমনির জামিন।