ভোরের পত্র

তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক।

  • ১০ ফেব্রুয়ারি ২০২৩, ৪:০৫ অপরাহ্ণ
  • ৭৪ বার দেখা হয়েছে

ভোরেরপত্র ডেক্স:- তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায়  বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলো জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

আজ শুক্রবার মুসলমানরা জুম্মার নামাজ পড়ে সারা দেশের মসজিদে মসজিদে  ভূমিকম্পে নিহত এবং আহতদের জন্য দোয়া করা করেন।

স্থানীয় সময় সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ৪১ সেকেন্ডের এ ভূমিকম্পে এরই মধ্যে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে শুধু তুরস্কেই মারা গেছেন ১২ হাজার ৩৯১ জন আর সিরিয়ায় নিহতের সংখ্যা দুই হাজার ৯৯২ জন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ভূমিকম্প পরবর্তী সময়ে সরকারের সাড়াদান নিয়ে সৃষ্ট সমালোচনা প্রত্যাখ্যান করে বলেছেন, পর পর যে ভয়াবহ দুটি ভূমিকম্প ঘটেছে, তাতে তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়া খুব সহজ ছিল না।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত করেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত করেছে।
কাতার বিশ্বকাপের তৃতীয় দিনেই বড় অঘটন ঘটিয়ে দিল সৌদি আরব।
কাতার বিশ্বকাপের তৃতীয় দিনেই বড় অঘটন ঘটিয়ে দিল…
নাইজেরিয়ায় নৌকাডুবে ৭৬ জন নিহত।
নাইজেরিয়ায় নৌকাডুবে ৭৬ জন নিহত।
চীন-তাইওয়ানের চলমান উত্তেজনায় বেড়ে চলেছে যুদ্ধের আশংকা।
চীন-তাইওয়ানের চলমান উত্তেজনায় বেড়ে চলেছে যুদ্ধের আশংকা।
মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক নিয়োগ অনিয়মের অভিযোগে ৮জন কর্মকর্তা গ্রেফতার।
মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক নিয়োগ অনিয়মের অভিযোগে ৮জন কর্মকর্তা…
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করেছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করেছে।
আফগানিস্তান ভূমিকম্পে ৯২০ জন নিহত।
আফগানিস্তান ভূমিকম্পে ৯২০ জন নিহত।
ন্যাটোর সঙ্গে রাশিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, রুশ পররাষ্ট্র
ন্যাটোর সঙ্গে রাশিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে,…