মেহেজাবিন রাজ দিনাঃ-ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান আহমেদ নিকট বিজয়নগর উপজেলা শহীদ ধীরেন্দ্র নাথ দও ও ভূপেষ চৌধুরী গন পাঠাগারের আজীবন সদস্য পএ তুলে দেন শহীদ ধীরেন্দ্র নাথ দও ও ভূপেষ চৌধুরী গন পাঠাগারের সভাপতি মৃণাল চৌধুরী লিটন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান আহমেদ
বলেন শতাব্দী থেকে শতাব্দী ধরে মানুষের সব জ্ঞান জমা হয়ে রয়েছে বইয়ের ভেতরে।বই হোক নিত্য সঙ্গী,অন্তহীন জ্ঞানের উৎস হলো বই, আর সেই বইয়ের আবাসস্থল হলো পাঠাগার।যে জাতি যত শিক্ষিত ততই উন্নত।