ভোরের পত্র

সারাদেশে জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবে বিএনপি।

  • ২২ নভেম্বর ২০২১, ৩:৫৩ অপরাহ্ণ
  • ২৪০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ-:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী বুধবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসকদের (ডিসি) স্মারকলিপি দেবে বিএনপি। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী বুধবার আমরা সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেব। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই উল্লেখ করে তিনি সব রাজনৈতিক দলকে একত্র হওয়ার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। এ সরকার সব দিক থেকে ব্যর্থ হয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আমাদের সামনে এখন আর কোনো পথ নেই। একটিমাত্র পথ আছে, সেটি হলো— আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, হঠকারিতা করবেন না। অতীতে হঠকারিতার জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে দেশনেত্রীকে মুক্ত করব।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন,বিএনপির ভারপ্রাপ্ত…
তথ্য প্রতিমন্ত্রী ড;মুরাদকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
তথ্য প্রতিমন্ত্রী ড;মুরাদকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫৩৮ জন।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল…
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে…
গাজীপুর সিটি মেয়র আওয়ামী লীগ হতে বহিস্কার।
গাজীপুর সিটি মেয়র আওয়ামী লীগ হতে বহিস্কার।
পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ।
পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ।
প্রশান্তির জয়ে আছে সতর্কবার্তাও
প্রশান্তির জয়ে আছে সতর্কবার্তাও