মেহেজাবিন রাজ দিনাঃ-ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদক বিরোধী টাস্কফোর্স অভিযানে উপজেলা প্রশাসন, বিষ্ণুপুর বিওপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া অংশগ্রহণ করে। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ৪জনকে আটক করা হয়।আটককৃতরা হল, ১,কামালমুড়া গ্রামের মো: আপেল মিয়া, ২. কালাছড়া গ্রামের মো: হরমুজ মিয়া, ৩. কালাছড়া গ্রামের মো: আবু বক্কর জয় ৪. মহেশপুর গ্রামের জোবায়ের মিয়া। এরমধ্যে আপেল মিয়া ও হরমুজ মিয়া এলাকা চিহ্নিত মাদক ব্যবসায়ী,তাদের বিরুদ্ধে একদিক মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরেই অত্র এলাকায় পালিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, এই অভিযানে ৫০০ বোতল এসকফ, ২৫০ বোতল ফেনসিডিল, ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ছয় হাজার পাঁচশত টাকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক মামলা দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিজয়নগর উপজেলায় মাদক নির্মূলে এই অভিযান চলমান থাকবে।