আব্দুল্লাহ আল হৃদয়ঃ-ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩৬) লাশ উদ্ধার করেছেন বিজয়নগর থানা পুলিশ। ২৪ জুন শুক্রবার দুপুর ১২ টার সময় উপজেলার পাইকপাড়া নামক স্থান হতে উক্ত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।
জেলেরা বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে গেঞ্জি ও প্যান্ট পরিহিত লাশ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান যুগান্তরকে জানান, বর্ষার পানিতে লাশ ভাসতে দেখে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করছি। প্রাথমিকভাবে লাশের নাম পরিচয় জানা যায়নি