মেহেজাবিন রাজ দিনাঃ-চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১০ টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫৩৮ জন। এদের মধ্যে ইউপি চেয়ারম্যান পদে ৭৫ জন, সাধারণ সদস্য পদে ৩৫৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৭জন মনোনয়নপত্র দাখিল করেন।
বৃহঃপতিবার (২৫ নভেম্বর) নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।
বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে হরষপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত মোঃ সারোয়ার রহমানসহ স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান,উপজেলা আওয়ামীলীগ অর্থ সম্পাদক রাজু বণিক,মোঃ কবিরুল নজরুল ও বিএনপি নেতা রাষ্ট্র মিয়া মনোনয়ন জমা দিয়েছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৩৫জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ১৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
পাহাড়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত আবুল কালাম,জাতিয় পার্টির আব্দুল কাদির, স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম অলি আহাম্মদ, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন মলাই, স্বতন্ত্র প্রার্থী মোঃ নাজমুল হক ভূঁইয়া,শাহীন আলম ও মোঃ তৈয়ব আলী। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ সাধারণ সদস্য পদে ৪২ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১জন মনোনয়ন পত্র জমা দেন।
চান্দুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত এ এম শামিউল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা কাজী ফায়েজ, বিএনপি নেতা মোঃ আহসান ইমাম চৌধুরী, জেলা ছাত্রদল নেতা নুরুল হক নিয়াজ,বাংলাদেশ ওয়াকার্স পার্টির সঞ্জয় রায় পোদ্দার মন্ত ছাড়াও স্বতন্ত্র মনোনয়ন ফরম জমা দেন মোঃ বাবুল মিয়া,মোছাঃ তাছমিম আক্তার মোঃ মারফত আলী মেম্বার, আব্দুল খালেক,মেজবাহ উদ্দিন চৌধুরী,আবজাল হোসেন।উক্ত ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন মনোনয়ন জমা দেন।
চর ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মোঃ দানা মিয়া ভূঁইয়া স্বতন্ত্রপ্রার্থী যুবলীগ এডঃ মোঃ সানাউল্লাহ,মোঃ সাদ্দাম খাঁন,মনিরুল উজ্জামান,সাচ্চু মিয়া,ফেরদৌস মিয়া,আব্দুল মতিন মনোনয়ন জমা দিয়েছেন। এখানে চেয়ারম্যান পদে ৭ সাধারণ সদস্য পদে ৩০ জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ৯জন মনোনয়ন জমা দেন।
পত্তন ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মোঃ কামরুজ্জামান রতন,জাতিয় পার্টির মোঃ সিরাজুল ইসলাম,জাসাদের আব্দুর রহমান খান ওমর, স্বতন্ত্র প্রার্থী মোঃ তাজুল ইসলাম,শামসুল ইসলাম,হৃদয় আহাম্মদ জালাল,।এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত ইউপি সদস্য পদে ১১জন মনোনয়ন জমা দেন