ভোরের পত্র

কারাগারে বসে এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ,

  • ১৪ নভেম্বর ২০২১, ১০:০২ অপরাহ্ণ
  • ১৭১ বার দেখা হয়েছে

মেহেজাবিন রাজ দিনাঃ-চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বসে এক শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ রোববার সকালে জেলা কারাগারের অফিস কক্ষে বসে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি।

কারাগার সূত্রে জানা যায়, গোমস্তাপুর উপজেলার মো. তরিকুল ইসলামের ছেলে মোঃ জনি বারঘোরিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী। একটি পর্ণোগ্রাফি মামলায় ২১শে এপ্রিল হতে কারাগারে বন্দী রয়েছেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. হাবিবুর রহমান বলেন, গোমস্তাপুর উপজেলার একজন এসএসসি শিক্ষার্থী কারাগারে আসার পর তাঁর পরিবারের পক্ষ হতে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেই। কারাগারের অফিস কক্ষে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এমনকি কারাগারে বসে যাতে তারা পড়াশোনা করতে পারে সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

প্রশান্তির জয়ে আছে সতর্কবার্তাও
প্রশান্তির জয়ে আছে সতর্কবার্তাও