নবীনগর সংবাদ দাতাঃ-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান প্রার্থী সহ ২ জন নিহত হওয়ার ঘটনায় ১ জন গ্রেপ্তার।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- নাটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে ও আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক (৩৮) ও কুড়িঘর গ্রামের মোটরসাইকেল চালক বাদল সরকার (২৭)।
নিহত বাদল কুড়িঘর গ্রামের সন্তোষ সরকারের ছেলে। এ ঘটনায় সোহাগ (৩৩) নামের একজনকে আটক করেছে পুলিশ।
২ জন নিহত হওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা হয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদলের পর এরশাদও ঢাকায় নেয়ার পথে মারা গেছেন।
এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।