মেহেজাবিন রাজ দিনা:- ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেন মহোদয়ের নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযানে সদর সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি রাজু আহমেদের নের্তৃত্বে অত্র থানাধীন সিংগারবিল ইউপি এলাকায় মাদক অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী আসামী সজল মিয়ার বাড়িতে অবৈধ্য মাদক কেনা বেচা হচ্ছে মর্মে সংবাদ পাইলে সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপস্থিত হইলে আসামীগন পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সহ পালানোর চেষ্টাকালে কাশিনগর সাকিন্থ আসামী সজল মিয়ার বাড়ির দক্ষিন পাশে জনৈক সেলিম মিয়ার বাড়ির পশ্চিম ভিটা ঘরের পশ্চিমের বাউন্ডারির টিনের ভেরার সংলগ্ন স্থান হইতে আসামী-০১। সজল মিয়া(৩০), পিতা-মন মিয়া, সাং-কাশিনগর(রেল ষ্টেশনের পশ্চিমে), থানা- বিজয়নগর, ব্রাহ্মনবাড়িয়া, ০২। ফটিক চান(২৮), পিতা-মঞ্জু মিয়া, সাং-কাশিনগর, (রেল ষ্টেশনের পূর্বে), থানা- বিজয়নগর, জেলা – ব্রাহ্মণবাড়িয়া, ০৩। সেলিম মিয়া(৩৫), পিতা-আঃ রহমান, সাং-কাশিনগর, (রেল ষ্টেশনের পূর্বে আটাইশ কলোনী), সর্ব থানা-বিজয়নগর,জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ০৪। মোঃ হাসান মিয়া(৪২), পিতা- আমির হোসেন, সাং-নয়নপুর, উত্তর পাড়া, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ০৫। আহাদ মিয়া(৩০), পিতা-মন মিয়া, সাং-উলচাপাড়া(আলগা বাড়ি), থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ০৬। মাসুম মিয়া(৪৫), পিতা- হিরা মিয়া, সাং-ভৈরবপুর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ এর হেফাজত হইতে ৭২ কেজি গাজাঁ উদ্ধার করতঃ ৬ জন আসামীকে গ্রেফতার করে বিজয়নগর থানা পুলিশ। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহমেদ জানান,অত্র এলাকার সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।