কুষ্টিয়া সংবাদদাতাঃ-কুষ্টিয়ায় নিখোঁজের ৫দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ, বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ২টায় নৌপুলিশ ও কুমারখালী থানা পুলিশ কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া গ্রামের গোলাম কিবরিয়া গড়াই সড়ক সেতুর (নির্মাণাধীন) নিচ থেকে তার অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন। চেহারা, পরনের জামা-কাপড়, মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে নিহতের ছোটভাই মাহবুব রহমান মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্ত করার জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে