উজ্জ্বল কুমার সরকার:-নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টা ৩০মিনিটে বদলগাছী পত্নীতলা আঞ্চলিক সড়কের চাকরাইল মৌজার পয়নারী নামক এলাকায় আল মামুন ফিড মিল হতে ২ শত গজ পূর্বে বদলগাছী থেকে পত্নীতলা গামী অজ্ঞাত নামা একটি গাড়ি এই পথচারীকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। রাস্তার ধারে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সাথে সাথে বদলগাছী থানায় বিষয়টি জানালে থানা পুলিশের এসে ঘটনাস্থলে সুরুতহাল রিপোর্ট করে নিহতের লাশ থানায় নিয়ে আসে।