বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামায় ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নে ছোট ভাইয়ের হাতে খুন হলেন আপন বড় বোন।
আজ ৬সেপ্টেম্বর২৩ইং(বুধবার) দুপুর ১২টার দিকে বগাইছড়ি এলাকায় মা শাকেরা বেগম (৫০) এর ইন্দনে ছোট ভাই শহর আলী (২৩) বড় বোনকে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পরপরই আশপাশের লোকজন শামসুন্নাহার কে পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে বলেন,
ঘরের একটি গরু ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কুপিয়ে তাকে হত্যা করেন শহর আলী।কানের উপর এবং হাত সহ তিন জায়গায় কোপ দেন বলে স্বীকৃতি দেন তিনি।
এসময় শহর আলি আর বলেন,তার সদ্য বিবাহিত বউয়ের সাথে বোন শামসুননহার প্রায়ই ঝগড়াঝাঁটি করে।এটা নিয়ে স্থানীয় ইউপি মেম্বারের কাছে বিচার ও চেয়েছেন বলে জানান।
এরই মধ্য আজকে গরুর ভাগাভাগি নিয়ে ঝগড়ার একপর্যায়ে ক্ষুদ্ধ হয়ে দা দিয়ে বোনকে কুপিয়ে হত্যা করেন।
নিহত শামসুন্নাহার বেগম (৪৫) বগাইছড়ি এলাকার আলী আজম এর স্ত্রী। নিহতের ২ ছেলে ৪ মেয়ে।
স্থানীয়দের ভাষ্যমতে,খুনের ঘটনায় মায়ের ইন্দন রয়েছে বলে জানান।অভিযুক্ত মা শাকেরা খাতুন (৫০) ও ছেলে শহর আলী (২৩) কে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল চলছে।