ভোরের পত্র

ভাঙ্গায় সরঃ প্রাঃ বিদ্যালয়ে অনিয়মের অভিযোগে ৫জন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা ।

  • ১ জুন ২০২৩, ৮:১৪ অপরাহ্ণ
  • ২৯ বার দেখা হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের ১১১ নং চৌধুরীকান্দা সদরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষিকা সহ ৫ শিক্ষকার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল বিচারের জন্য বিভাগীয় অভিযোগ দায়ের করেছেন উপজেলা শিক্ষা অফিসার । বৃহস্পতিবার সকালে ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহসিন রেজা নিজেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে বিভাগীয় বিচারের জন্য অভিযোগ দায়ের করেন। এছাড়াও প্রধান শিক্ষিকা লিমা ও সহকারী শিক্ষিকা কলি আক্তারকে শৃঙ্খলা বজায় রাখতে তাদের দুইজনকে সাময়িক প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ না আসা পর্যন্ত আলাদা আলাদা স্কুলে ওদের দুজনকে পাঠানো হবে বলে শিক্ষা অফিসার বিষয়টি নিশ্চিত করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রধান শিক্ষিকা স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার, ঠিকমতো উপস্থিত না থাকা, ক্লাস না করা, শিক্ষিকারা তারা নিজেরা নিজেরা দ্বন্দ্ব করে স্কুল বন্ধ রাখেন। গত তিনদিন ধরে বিদ্যালয়ের কক্ষের চাবি হারানোর অজুহাত দিয়ে স্কুল বন্ধ রেখেছেন। সেই জের ধরে গতকাল বুধবার কোমলমতি শিক্ষার্থীরা প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে রাস্তায় বিক্ষোভ করে।
এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহসিন রেজা জানান, ওই স্কুলের শিক্ষিকারা তারা নিজেরা কেউ কাউকে মানতে পারছে না। নিজেদের মাঝে দ্বন্দ্ব করে স্কুল তিন দিন বন্ধ রেখেছেন। আমি স্কুল খোলার নির্দেশ দেওয়ার পরেও সহকারী শিক্ষিকারা এলাকাবাসীর ইন্দনে প্রধান শিক্ষিকাকে স্কুল খুলতে দেওয়া হয়নি এবং তারা নাটক সাজিয়ে বাহিরে ক্লাস করিয়েছেন। এটা খুবই দুঃখজনক। এরা কেউ কাউকে মানতে পারছেন না। এদের সকলের বিরুদ্ধে অনিয়ম পাওয়ায় বিভাগীয় বিচারের জন্য অভিযোগ দায়ের করেছি। আপাততঃ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না আসা পর্যন্ত বাকি তিন জন সহকারী শিক্ষিকা নিয়মিত স্কুল চালবেন।

বিদ্যালয়ের এক অভিভাবক মিঠু শিকদার বলেন,
প্রধান শিক্ষিকা লিমা ম্যডাম স্থানীয় লোক হওয়ায় ঠিকমত স্কুলে আসেন না। টয়লেট সব সময় তালা দিয়ে রাখেন শিক্ষার্থীদের ব্যবহার করতে দেন না। স্কুলের মেরামতের টাকা আত্মসাৎ করেছেন, শিক্ষার্থীদের নিকট থেকে ফ্যান কেনার টাকা নিয়ে সেই ফ্যান কিনে বাড়িতে নিয়ে গেছেন,সপ্তাহে একদিনও স্কুলে আসেন না, কোন ছাত্র-ছাত্রীকে উপবৃত্তির টাকা দেয় না, এই স্কুলে প্রধান শিক্ষিকার জন্য পড়াশোনার মান একেবারেই শেষ পর্যায়ে। আমরা প্রধান শিক্ষিকার অপসারণের দাবি জানাই।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

নওগাঁ জেলা শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি মহাতাব ও সম্পাদক আব্দুল গফুর নির্বাচিত।
নওগাঁ জেলা শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি মহাতাব ও…
নওগাঁ (ডিবি) পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন আটক।
নওগাঁ (ডিবি) পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন আটক।
টাঙ্গাইল মধুপুরে এক যুবকের আত্মহত্যা।
টাঙ্গাইল মধুপুরে এক যুবকের আত্মহত্যা।
নওগাঁর শাপাাহারে স্বপন নামে এক জন ভূয়া ডাক্তারের জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
নওগাঁর শাপাাহারে স্বপন নামে এক জন ভূয়া ডাক্তারের…
নওগাঁ বাস ও সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকের উভয় পক্ষের সংঘর্ষ ২০ জন আহত।
নওগাঁ বাস ও সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকের উভয়…
নওগাঁয় ৪দিন ব্যাপী ‘কথক নৃত্যের কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত!
নওগাঁয় ৪দিন ব্যাপী ‘কথক নৃত্যের কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত!
মধুপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত।
মধুপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী…
নওগাঁ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল রোড মার্চে যোগদান। ।
নওগাঁ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল রোড মার্চে যোগদান।…