মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুরের মধ্যভাগ বাজারে ইয়াবা দিয়ে ফার্মেসি ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টার ঘটনায় এসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল আফসার উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে। তাদেরকে মৌলভীবাজার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।রবিবার রাতে পুলিশ সুপারের কার্যালয় থেকে এই নির্দেশ জারি করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।শনিবার রাতে নিউ মেডিসিন কর্নারে নাপা সিরাপে ইয়াবা দিয়ে স্বপন কুমার সিংহকে ফাঁসানোর চেষ্টা করেন ওই দুই পুলিশ। এ সময় স্থানীয়রা ওই দুই পুলিশ সদস্যকে আটকে রাখে। বিষয়টি মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় থেকে খতিয়ে দেখা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় রবিবার রাতে এই নির্দেশনা দেওয়া হয়।